ঘোড়ায় চড়ে আসবেন মা


অনলাইন ডেস্কঃ আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ বছর মা ঘোড়ায় চড়ে আসবেন, যাবেনও ঘোড়ায় চড়ে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, ‘যে বছর মা ঘোড়ায় চড়ে আসেন সে বছর বন্যা, দুর্যোগ, শস্যের ক্ষতি হয়। কিন্তু মা কখনও সৃষ্টির জন্য অকল্যাণের কারণ হয় না। দেবী দুর্গা মা হলেন শক্তি ও সুন্দরের প্রতীক। সমাজ থেকে সব অন্যায়-অবিচার, গ্লানি ও বৈষম্য দূর করেন তিনি।’

চলতি বছর চট্টগ্রাম জেলায় থাকবে ২ হাজার ১৯০টি মণ্ডপ। এরমধ্যে ৫২৬টি ঘট পূজা। ১৪ অক্টোবর মহালয়ার পরেই আয়োজকরা মণ্ডপে প্রতিমা নেওয়া শুরু করবেন। ইতোমধ্যে দেবী বন্দনার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন দুর্গাপূজায় ৪ দিনের সরকারি ছুটি দাবি

চট্টগ্রাম জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ বোস চাটগাঁর সংবাদকে বলেন, ‘বিশ্বব্যাপী যে বিপর্যয় চলছে এরমধ্যে মা আসছেন। ঘোড়ায় চড়ে যে বছর মা আসেন সে বছর কিছু বার্তা থাকে। এবার আমাদের প্রার্থনা হবে মা যেন আমাদের দেশসহ সারাবিশ্বে শান্তি বয়ে আনেন।’

বাংলাদেশের রাজনৈতিক অস্থিশীল পরিস্থিতির কারণে এবার দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছেন সনাতন ধর্মালম্বীরা। রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় এ দাবি জানানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন আশিষ ভট্টাচার্য। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন সরকারি ও বিরোধী পক্ষের মধ্যে প্রতিযোগীতা চলছে। আমাদের ধর্মীয় উৎসবে সেই সহিংসতার আশঙ্কা করছি। যাতে এ অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য সিএমপি কমিশনারের সাথে বৈঠক হয়েছে।’


Related posts

চন্দনাইশে কারিগরি হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

Mohammad Mustafa Kamal Nejami

সৌদিসহ ৭ দেশে আবারও প্রবাসী ভোটার নিবন্ধন শুরু আজ

Mohammad Mustafa Kamal Nejami

সরণি ফাউন্ডেশন কর্তৃক স্বপ্ননগর বিদ্যানিকেতনে বার্ষিক শিক্ষা সহায়তা প্রদান

Chatgarsangbad.net

Leave a Comment