ভূমিকম্পে আফগানিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ সহস্রাধিক মৃত্যু


অনলাইন ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। খবর আলজাজিরার।

মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গতকাল (৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে হেরাত শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়েছে। রিখটার স্কেলে আফটার শকগুলোর কম্পনমাত্রা ছিল ৪ দশমিক ৬ থেকে ৫ দশমিক ৫ মাত্রার।

স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যম কর্মীদের জানিয়েছে, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

আফগানিস্তান-ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত ভূমিকম্পে আক্রান্ত হেরাত। শহরটি আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত।

তথ্যসূত্র: সংগৃহীত


Related posts

আমন আবাদে শঙ্কায় কৃষক

Chatgarsangbad.net

‘আন্দরকিল্লায় হচ্ছে সমবায় ব্যাংকের বহুতল ভবন’

Chatgarsangbad.net

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিনের স্মারক গ্রন্থের জন্য লেখা ও ছবি আহবান

Chatgarsangbad.net

Leave a Comment