দি চিটাগাং ট্রাস্ট-বাংলাদেশ’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


দি চিটাগাং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি)’র মেধাবৃত্তি পরীক্ষা ও প্রসপেক্টাস উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় সিটিবি’র নিজস্ব কার্যালয়ে চট্টগ্রামে সিটিবি’র প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিকের সভাপতিত্বে এবং রণধীর দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন, কাজল পালিত, রানা দাশ, রাজীব দে (শন্ভু)। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্রাচার্য।

এসময় বক্তব্য রাখেন, এড. তপন কান্তি দাশ,নারায়ণ চন্দ্র মজুমদার, প্রবাল দে, অধ্যক্ষ অনুপ চক্রবর্ত্তী, শিক্ষক প্রসূন চৌধুরী প্রমুখ। আলোচনা সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সিটিবি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, টি চিটাগাং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি) প্রতি বছর শুধু মেধাবৃত্তি পরীক্ষা নয়, মানব কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি


Related posts

চট্টগ্রাম কাতালগঞ্জ আবাসিকে চলছে নৌকা!

Chatgarsangbad.net

সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

Mohammad Mustafa Kamal Nejami

চসিকে জিপিএইচ ইস্পাতের সেমিনার

Chatgarsangbad.net

Leave a Comment