আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার


উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সুইজারল্যান্ড পয়েন্ট নামক স্থানে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) ভোররাতে আনুমানিক ৩টার দিকে সাগরের ভাটার সময় মরদেহটি ভেসে আসে।

নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুল হাসান সায়েম (১৬)। তিনি মনখালী এলাকার বাসিন্দা নাজির হোছনের ছেলে এবং উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একই এলাকার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে সায়েম ও আবছারসহ ছয়জন বন্ধু মিলে সুইজারল্যান্ড পয়েন্টে মাছ ধরতে যান। একপর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে এক বন্ধু ভেসে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে আরেকজনও পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্য বন্ধুরা উদ্ধারের চেষ্টা করলেও সফল হতে পারেননি।

এদিকে, নাজমুল হাসানের মৃত্যুর খবরে তার পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, এখনও নিখোঁজ থাকা হাবিবুল আবছারকে ঘিরে উৎকণ্ঠা বাড়ছে স্বজনদের মাঝে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার জানান, ভোর রাতে সাগরের ভাটার সময় এক শিক্ষার্থীর মরদেহ ভেসে আসে। সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসনও এ বিষয়ে সহায়তা করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর