চট্টগ্রামের সড়কে নৌকা ফ্রেমের এলইডি বাতি সেপ্টেম্বর ৭, ২০২৩সেপ্টেম্বর ৭, ২০২৩০19 অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের সড়কে জ্বলছে নৌকা ফ্রেমের এলইডি বাতি। সম্প্রতি নগরীর ওয়াসা মোড় থেকে কাজির দেউড়ি পর্যন্ত সড়কে এসব আধুনিক ঝকঝকে বাতি স্থাপন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।