ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার-২০২৩ পাচ্ছেন ৪ লেখক


অনলাইন ডেস্কঃ ‘ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র’ চট্টগ্রামের উদ্যোগে প্রথম বারের মতো চালু হয়েছে ‘ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার’। প্রতি বছর ৪টি ক্যাটাগরিতে (কবিতা, শিশুসাহিত্য, শিক্ষা ও গবেষণা এবং সমাজসেবা) এ পুরস্কার দেয়া হবে।

বিজ্ঞ জুরিবোর্ডের সিদ্ধান্তক্রমে এবছর যে চারজন কৃতি লেখক, গবেষক ও সমাজসেবক পুরস্কার পাচ্ছেন, তারা হলেন- জনাব কমরুদ্দিন আহমদ (কবিতা), জনাব আলী আসকর (শিশুসাহিত্য), জনাব শামসুদ্দিন শিশির (শিক্ষা ও গবেষণা) এবং এডভোকেট জিয়া হাবিব আহসান (সমাজসেবা ও মানবাধিকার)।

আরও পড়ুন ‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩’-এর জন্য বই আহ্বান

আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ, উত্তরীয়, ক্রেস্ট এবং নগদ সম্মানী তুলে দেয়া হবে।


Related posts

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপি’র

Chatgarsangbad.net

ভোট দিলেন সাকিব আল হাসান

Chatgarsangbad.net

২২০ কনটেইনার পচা পণ্য মাটিচাপা দিচ্ছে কাস্টমস

Chatgarsangbad.net

Leave a Comment