আজ ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে হিসাবরক্ষক নিয়োগ দিচ্ছে ‘সিএসএস’


চাকরি ডেস্কঃ চট্টগ্রামের ব্রাঞ্চের জন্য হিসাবরক্ষক নিয়োগ দিচ্ছে ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি। এই পদে ৬০ জনকে নিয়োগ দেয়া হবে।

জব কনটেক্সটঃ

সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার ফাইন্যান্স সেক্টরের জন্য ব্রাঞ্চ হিসাবরক্ষক নিয়োজিত হবেন।

চাকরির দায়িত্বসমূহঃ
সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নির্দেশিকা অনুসরণ করে হিসাব সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করা।

সংস্থার নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিপালন করা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং এমআরএ সংক্রান্ত আর্থিক বিষয়সমূহ আপডেট রাখা।

হাজিরা ও মুভমেন্ট ও ছুটি সংক্রান্ত সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা ও রেজিস্টার সংরক্ষণ করা।

বার্ষিক কর্ম-পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করা এবং সে অনুযায়ী বাজেট প্রস্তুত করা। অনুমোদিত বাজেট নিয়ন্ত্রণ ও ত্রৈমাসিক ভিত্তিতে বাজেট ভেরিয়েন্স রিপোর্ট প্রস্তুত করে কর্তৃপক্ষকে অবহিত করা।

এলও ভিত্তিক প্রতিদিনের আদায়সিটের টাকা বুঝে নেওয়া, উক্ত টাকা ব্যাংকে জমা নিশ্চিত করা এবং সফ্টওয়ারে পোস্টিং দেওয়া।

ক্যাশ ও ব্যাংক সংক্রান্ত যাবতীয় দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করা।

চাকরির ধরনঃ ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতাঃ বিকম অথবা হিসাববিজ্ঞান /ম্যানেজমেন্ট/ফিন্যান্স/ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ স্নাতকোত্তর অথবা সমমানের কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহঃ
বয়স সর্বোচ্চ ৪০ বছর, পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন

অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে। তবে ফিন্যান্স, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টিং সফ্টওয়্যার, ভ্যাট ও ট্যাক্স এর উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

যেকোনো প্রতিষ্ঠানে সমজাতীয় কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতনঃ প্রতিমাসে ২০,০০০/ – ২৫,০০০/ টাকা।

কোম্পানীর সুযোগ সুবিধাদিঃ পিএফ, গ্রাচুয়িটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্মী বীমা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান, বাৎসরিক ৩০ দিন ছুটি এবং বছরে ৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদ-উল-ফিতর, পবিত্র ঈদ-উল-আযহা এবং শারদীয়া দুর্গা পূজা উপলক্ষ্যে প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান, তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।

বিস্তারিত জানতে এই লিংকেhttps://jobs.bdjobs.com/bn/jobdetailsbn.asp?id=1171154&ln=2 ক্লিক করুন।

তথ্যসূত্র: বিডিজবস.কম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর