তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে ত্রান বিতরণ


আহসান উদ্দীন পারভেজ

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে সাতকানিয়া লোহাগাড়ায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে ত্রান বিতরণ করা হয়। সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩১ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতকানিয়া পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর মাষ্টার খোরশেদুল আলম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হালিম, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ভুক্তভোগী সাতকানিয়া-লোহাগাড়ার জনগণের দুর্দশায় তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সকলে সমব্যাথী। বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে বণিক সমিতির সামান্য এ উদ্যোগে ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতেও অত্র এলাকার মানুষের যেকোন প্রয়োজনে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি সবসময় পাশে থাকবে। উল্লেখ্য তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ৭টি টিম সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এতে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির পক্ষ পরিষদ (২০২৩-২৫)ইং এর সকল নেতৃবৃন্দ। এ কার্যক্রম সুন্দর সফলভাবে সম্পন্ন করায় সমিতির উপদেষ্টামন্ডলী, ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর/মেম্বার সহ সংশ্লিষ্ট সকলকে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


Related posts

হিটস্ট্রোক থেকে বাঁচতে কায়িক শ্রমজীবিদের খেতে হবে ওরস্যালাইন

Chatgarsangbad.net

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

ওএসডি হলো টেকনাফের সেই ইউএনও

Chatgarsangbad.net

Leave a Comment