আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ জুলাই) পবিত্র কোরান থেকে তেলওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। সভার শুরুতে রিহ্যাব এর সাবেক পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির ফার্স্ট ভাইস চেয়ারম্যান সিপিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক এর শ্রদ্ধেয় পিতা এবং সিপিডিএল এর চেয়ারম্যান জনাব আবুল হোসেন চৌধুরী মহোদয়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

সভার সভাপতি হাজী দেলোয়ার হোসেন সভায় আগত রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট মহোদয়গণ, রিহ্যাব এর পরিচালকবৃন্দ, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন।

তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রিহ্যাব সদস্যগণ প্রতি বছর সরকারকে হাজার হাজার কোটি টাকার রাজস্ব দিয়ে থাকে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী, রিয়েল এস্টেট ব্যবসা করলে সকল ডেভেলপারকে বধ্যতামূলকভাবে রিহ্যাব সদস্যভুক্ত হতে হবে, এ বিষয়ে ২০১৭ সালের ২১ মে, বাণিজ্য মন্ত্রনণালয় প্রজ্ঞাপন জারি করা সত্বেও বর্তমানে রিহ্যাব সদস্য বহির্ভূত অনেক প্রতিষ্ঠান সরকারী নিয়মনীতি না মেনে রিয়েল এস্টেট ব্যবসা করছে। অধিকন্তুু, সরকারী কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে অনেকেই কমিউনিটি বা শেয়ার বিল্ডিং নির্মাণ করে রিয়েল এস্টেট ব্যবসা করে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে। এ ধরণের ব্যবসা করা রাজস্ব বিরোধী কর্মকান্ডের শামিল। এই দৌরাত্ব থেকে দেশকে বাঁচাতে হলে সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে।

সভায় রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, রিহ্যাবরে পক্ষ থেকে আবাসন ব্যবসায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, এনবিআর এবং ট্যাক্স কমিশন সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি সকলকে সঙ্গে নিয়ে খুব শীঘ্রই রিয়েল এস্টেট সেক্টরের দাবী আদায় এবং সমস্যাগুলো সমাধান হবে।

এসময় রিহ্যাব এর সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, বর্তমানে রিহ্যাব সদস্য বহির্ভূত অনেক প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ব্যবসা করছে। এক্ষেত্রে গ্রাহকদের সাথে প্রতারণার ফলে রিহ্যাব সদস্যদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ ধরণের প্রতিষ্ঠানকে রিহ্যাব সদস্যপদ গ্রহন করার আহবান জানান।

রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১), মোহাম্মদ মোরশেদুল হাসান সভায় উপস্থিত হয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২৪তম সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট (১), লায়ন এম এ আউয়াল (এক্স এমপি), ভাইস প্রেসিডেন্ট (২)), মোহাম্মদ আকতার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (৩), ইঞ্জিনিয়ার আবদুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট- ফাইন্যান্স, আবদুর রাজ্জাক, ডক্টর এন জোহা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনজুরুল ফরহাদ, মোহাম্মদ মোবারক হোসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহসিন মিয়া, সুরুজ সরদার, দেওয়ান নাসিরুল হক, এ এফ এম ওবাইদুল্লাহ, সেলিম রাজা পিন্টু, মিরাজ মোকতাদির, ডক্টর মোহাম্মদ হারুনুর অর রশিদ, মোহাম্মদ লাবিব বিল্লাহ্, মোহাম্মদ আইয়ুব আলী, শেখ কামাল, মোহাম্মদ এমদাদুল হক, রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (২) আবদুল কৈয়ূম চৌধুরী চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এ্যাড. আবদুল কাইয়ুম ভূঁইয়া, সৈয়দ ইরফানুল আলম, মিস শারিস্থ বিনতে নূর, নুর উদ্দীন আহমেদ, মো. মাঈনুল হাসান এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত সদস্যবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর