Hom Sliderচট্টগ্রাম

আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম কবিরের ইন্তেকালে সীরত কমিটির শোক


বিশিষ্ট শিক্ষাবিদ, ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক ঐতিহাসিক মাহফিলে সীরাতুন্নবী (স.) একনিষ্ঠ খাদেম ও মোতোয়াল্লী কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মিয়া মুহাম্মদ গোলাম কবিরের ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন করে এক বিবৃতি প্রদান করেছেন সীরত মোতোয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা শাহজাদা হাফিজুল হক মোহাম্মদ আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ।

গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১১ আগস্ট ২০২৩খ্রি. ১০:৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বৎসর। তাঁর ইন্তেকালের সংবাদে চুনতী হাফেজ আহমদ (র.) ভক্ত-আশেকানের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিবৃতিতে মাহফিল মতোয়াল্লী কমিটির সভাপতি বলেন, আলহাজ্ব মিয়া মুহাম্মদ গোলাম কবিরের ইন্তেকাল সিরাতুনবী (স.)এক উজ্জ্বল নক্ষত্রের পতন। আমার দাদা হুজুর ১৯ দিনব্যাপী মাহফিলের সিরাতুন্নবী (স.) প্রবক্তা আলহাজ্ব হাফেজ আহমদ (র.) প্রকাশ শাহ সাহেব কেবলা রাহ. এর একান্ত সুহবত প্রাপ্ত এই রূহানী সন্তান দাদাজানের সফর সাথী।


Related posts

উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই: এটিএম পেয়ারুল

Chatgarsangbad.net

দূষিত বাতাসের দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ

Chatgarsangbad.net

সৃজনশীল নেতৃত্বই আলোকিত সমাজ গড়তে পারে : জেলা গভর্নর

Saddam Hossain

Leave a Comment