চট্টগ্রামবাংলাদেশ

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু


অনলাইন ডেস্ক

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে, তাতে জুলাইয়ের প্রথম তিন দিনেই ৯ জনের মৃত্যু হল মশাবাহিত এ রোগে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৪৩৬ জন রোগী ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৭৪ জন ঢাকায় এবং ২৬২ জন ঢাকার বাইরের। নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৯৩ জনে। একদিনে মৃত চারজনকে নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ৫৬ জন। খবর বিডিনিউজের। এবার বর্ষা শুরুর আগে থেকেই এইডিস মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে। আগের দিন রোববার দেশে ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যা এ বছরের সর্বোচ্চ।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১,৫৩১ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ১,০২২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫০৯ জন। মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।


Related posts

চন্দনাইশে জব্বার চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত

Chatgarsangbad.net

ঘূর্ণিঝড় হামুন, চট্টগ্রামে আঘাতের আশংকা আগামিকাল

Chatgarsangbad.net

নিপুণকে বরণ করল এফডিসির সব সংগঠন, ফের বসলেন চেয়ারে

Shahidul Islam

Leave a Comment