
মোঃ শোয়াইব, হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হওয়া এনসিডিএস প্রশিক্ষণ কর্মশালার স্টেশনারি ও নাস্তা সঠিকভাবে বণ্টন হয়নি বলে অভিযোগ উঠেছে। চলতি বছরের জানুয়ারি মাসে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করে ৫০ জনের একটি টিম। যার মধ্যে রয়েছে সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, ইপিআই টেকনিশিয়ান ও সিএইচসিপি।
জানা গেছে ১ লক্ষ ২৫ হাজার ৯৭০ টাকার কর্মশালার বাজেটে অনেককে নির্ধারিত সম্মানী দেয়া হলেও স্টেশনারি ও নাস্তা সঠিকভাবে বণ্টন করা হয়নি। যেখানে স্টেশনারিতে ব্যাগ, প্যাড, প্যানড্রাইভ, মার্কার, পেপার, পেন্সিল ও অন্যান্য বাবদ জনপ্রতি ১ হাজার ২০০ টাকা করে উল্লেখ থাকলেও দেয়া হয়েছে নামমাত্র কলম, খাতা ও ক্লিভ ফাইল। এ ছাড়া নাস্তা দেয়া হয়েছে নামমাত্র অথচ নাস্তাও প্রতিজনের জন্য ১শ ৫০ টাকা করে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অংশগ্রহণকারী জানায়, আমরা ১ হাজার ২শ টাকা মূল্যের কোনো স্টেশনারী পাইনি। আপনার মাধ্যমে শুনলাম উর্ধ্বতন কর্তৃপক্ষ এত টাকার স্টেশনারী বাজেট করে অংশগ্রহনকারীদের জন্য। তারা বলেন, কেবল এ কর্মশালায় নয় সব কিছুতে আমরা অবহেলিত। কোথায় কি বরাদ্দ আসে তা জানাও অসম্ভব আমাদের জন্য। প্রতিবাদ করতে গেলে চাকরীর বারোটা বেজে যাবে।
জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা বলেন, যা বাজেট আসে তাই দেয়া হয়। স্টেশনারি ও নাস্তার বরাদ্দের পরিমান জানালে সুর পাল্টে বলে উঠেন সব জায়গায় একই অবস্থা। ইউএনও অফিস বলেন কৃষি অফিস বলেন খোঁজ নিয়ে দেখেন। তিনি বলেন, নির্ধারিত বাজেট সিএস অফিস থেকে দেয়া হয়না। অনেক টাকা কেটে রাখে যা কাউকে বলতে পারিনা। আমাদের অনেক বিল এভাবে জমা হয়ে আছে। কিন্তু টাকা তো পাবেন তাহলে অংশগ্রহনকারীদের প্রাপ্য দেয়া হয়না কেন প্রশ্নে বলেন, আপনি শুধু স্বাস্থ্য নিয়ে পড়ে আছেন কেন। আগে উপর থেকে তদন্ত করেন। বিষয়টি নিয়ে উক্ত প্রশিক্ষণের ফ্যাসিলিটেটর ও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরীর কাছে রোববার রাতে জানতে চাইলে বাসায় আছেন জানিয়ে অফিস টাইমে ফোন করার কথা বলেন তিনি। এদিকে এর আগেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম নিয়ে জানতে ফোন দিলেও এটা উপজেলার বিষয় উপজেলায় কথা বলার জন্য বলেন তিনি। বিভিন্ন অনিয়ম দুর্নীতি বিষয়ে মিডিয়া প্রতিবেদন আকারে প্রকাশ করলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় দিন দিন অনিয়ম বৃদ্ধি পাচ্ছে বলে জানান সচেতন ব্যক্তিরা।
