আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টে তৃতীয়বার বড় উঠান ইউনিয়ন চ্যাম্পিয়ন


ওসমান হোসাইন, কর্ণফুলী

কর্ণফুলী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনুর্বধ-১৭)। সোমবার (২৬জুন) আব্দুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে জুলধা ইউনিয়নকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বড়উঠান ইউনিয়ন একাদশ চ‍্যাম্পিয়ন।

এনিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হন বড় উঠান ইউনিয়ন একাদশ। টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মুহাম্মদ সেলিম হক সঞ্চালায় সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,ডা. ফারহানা মমতাজ, সহকারি কমিশনার (ভূমি) পিষুষ কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বীরমুক্তিযুদ্ধা এম এন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুলচন্দ্র নাথ, যুব ক্রীড়া কর্মকর্তা এনামুল হক সরকার, জুলধা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চেয়ারম্যান, আবদুল মানান খান, অধ্যক্ষ জসিম উদ্দিন, আর্দশ মুছা, সাবেক সিজেকেএস কাউন্সিলর হারুন উর রশিদ পাটোয়ারী, জেলা ফুটবল দলের বাছাই কমিটি সদস্য সাইফুদ্দীন মানিক, এম এ রহিম, জিএম কিবরিয়া, ফারহাদ জীতু, সৈয়দ আহমদ, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ, উপজেলা ক্রীড়া সংস্থা অফিস কর্মকর্তা ফরহাদ হোসেন, রাকিব হাসান রাকিব প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর