চট্টগ্রাম

উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব’র সাথে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি শাখার সৌজন্যে সাক্ষাৎ


ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মো. আবু তৈয়ব’র সাথে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি শাখার সৌজন্যে সাক্ষাৎ সংগঠনের সভাপতি শিমুল ধরের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রনজিৎ চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার সহ-সভাপতি ডা. প্রতাপ রায়, সাধারণ সম্পাদক কাজল শীল, গুরুপদ শীল, রবি সংকর দাশ, সাংগঠনিক সম্পাদক রূপন ভৌমিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সঞ্জয় ধর, বাচ্চু ঘোষ, সোনারাম আচার্য্য, রুবেল শীল, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক পলাশ নাথ প্রমূখ।

এসময় উপজেলা চেয়ারম্যান মহোদয় নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অসম্প্রদায়িক সার্বভৌমত্বের বাংলাদেশ এই সরকার জনবান্ধব সরকার। সব ধর্মের মানুষ এই সরকারের আমলে যার যার ধর্ম সংস্কার অনুসারে সঠিকভাবে পালন করতে পেরেছে। তাই অতীতেও ফটিকছড়ির জন্মাষ্টমীর সাথে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো।

ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মো. আবু তৈয়ব’র সাথে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি শাখার সৌজন্যে সাক্ষাতে উপস্থিত নেতৃবৃন্দ।


Related posts

বঙ্গবন্ধু টানেল পরিদর্শনে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

Chatgarsangbad.net

রাউজানে যুবদলকর্মী হত্যা মামলায় সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

Saddam Hossain

বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা ভেবেছিল স্বাধীন রাষ্ট্র পরাহত করে পাকিস্তানে ফেরা যাবে

Chatgarsangbad.net

Leave a Comment