চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম মহানগরে নতুন কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা গতকাল শুক্রবার সাধু তারা চরন মন্দিরে অনুষ্ঠিত হয় রবিন হাওলাদারের সভাপতিত্বে এবং ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি তিমির বরণ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রতন দাশ, চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়ক সুমন পাল প্রিন্স।

এতে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর হিন্দু যুব মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক আদিত্য দাশ জয়,নিতু গুপ্তা, অদ্রিতা পাল রিয়া,বিশাল দাশ, ইন্দ্রজিত ভট্টাচার্য, শিশির দাশ রবিন, জয় ভট্টাচার্য, জয় দাশ, অন্জন দাশ, মাইকেল দেব, সঞ্জয় কুমার দে, দীপ্ত দত্ত, অংশুমান মিত্র, টিসু শীল, সৌরভ চৌধুরী, সাজিক দাশ, অভিজিৎ গুহ নিলয়, টিপলু নাথ প্রমুখ।


Related posts

গাউসিয়া কমিটির মহিলা দাওয়াতে খায়র মাহফিল ও মৃত মহিলাদের গোসল-কাফন বিষয়ক প্রশিক্ষণ

Saddam Hossain

চট্টগ্রাম মহানগরে ঈদ জামাতে কোনও হুমকি নেই: সিএমপি কমিশনার

Chatgarsangbad.net

চন্দনাইশে আ’লীগের জেলহত্যা দিবস পালন

Chatgarsangbad.net

Leave a Comment