আজ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পতেঙ্গা থানার আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পতেঙ্গা থানা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ২৯ জুন (শনিবার )রাত ৯ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সোনা বাবু জলদাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুশান্ত বিমল দেব লিটনের সঞ্চালমায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পতেঙ্গা থানার সভাপতি সত্য কুমার ধর।

এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি সুজিত ধর,প্রধান সমন্বয়কারী সুমন পাল রনি,সহ-সভাপতি পান্না জলদাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজল দেব,দপ্তর সম্পাদক সাজু বৈদ্য,ভান্ডার সম্পাদক পরিমল বিশ্বাস, প্রচার সম্পাদক আবির বিশ্বাস, মন্দির বিষয়ক সম্পাদক আজালা জলদাস, ছাত্র বিষয়ক সম্পাদক জনী চৌধুরী।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটে ঋত্বিক দে, আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ৭ জুলাই (রবিবার) ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে পতেঙ্গা থেকে শোভাযাত্রা সহকারে বের হয়ে প্রবর্তক মোড়ে ইসকন মন্দিরের রথযাত্রার সঙ্গে যুক্ত হবে এবং রথযাএায় আগত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ ও শরবত বিতরণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর