Uncategorized

পতেঙ্গায় জাতীয় হিন্দু মহাজোটের আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর আওতাধীন পতেঙ্গা থানা কমিটির আলোচনা সভা ৯ জুন সকাল ১১ টায় কাটগড় কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

পতেঙ্গা থানা কমিটির সভাপতি সত্য কুমার ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুশান্ত বিমল দেব লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নগর কমিটির সিনিয়র সহ-সভাপতি ফণী ভূষণ দেবনাথ। উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক বলভদ্র অনুগ্গা দাশ,প্রধান বক্তা ছিলেন, নগর কমিটির সাধারণ সম্পাদক রতন দাশ,বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক এস কে সাগর।

এসময় আরও উপস্থিত ছিলেন, অসীম বিশ্বাস ,সোনা বাবু জলদাস,সুমন চৌধুরী, নারায়ণ দাস, কৃষ্ণ চক্রবত্তী,আজালা জলদাস,জিশু দে,মানিক দাশ,রাজু ধর,স্বপন ধর,সুমন পাল রনি,উত্তম কুমার নাথ, কাবুল মজুমদার, কাজল ধর,শেখর দেব,শংকর, পাপ্পু জলদাস,লাভলু জলদাস,আবির বিশ্বাস,প্রান্ত কুমার ধর প্রমুখ।


Related posts

চন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক- ২

Chatgarsangbad.net

চন্দনাইশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

Shahidul Islam

সাতকানিয়া পৌরসভার ৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

Chatgarsangbad.net

Leave a Comment