বরমায় বৈশাখী মেলা সম্পন্ন


চন্দনাইশ সংবাদদাতা:

বরমা বৈশাখী মেলা উদযাপন পরিষদের আয়োজনে ১লা বৈশাখ ১৪৩০, ১৪ এপ্রিল ২০২২৩, শক্রবার বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে অঙ্গনে দিনব্যাপী বর্ণিল কর্মসূচির মধ্যদিয়ে এক বৈশাখী সম্পন্ন হয়।

ভোরে উদ্বোধন হওয়া অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন মেলা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক/ টিআইবি)- পটিয়ার সাবেক আহবায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এ এইচ এম সৈয়দ হোসেন। উদ্বোধক ছিলেন বরমা প্রেসক্লাবের ও মেলার অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ শিবলী ছাদেক কফিল।

স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির চেয়ারম্যান রুবেল দেব। অনুষ্ঠান পরিচালনা করেন মেলা কমিটির কো-চেয়ারম্যান জ্যোতিষভাষ্কর রাজীব আচার্য্য ও মহাসচিব এডভোকেট রণি কান্তি বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের ট্রাফিক পরিদর্শক বিকাশ মজুমদার, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাজেদা সুলতানা, বরমা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের, দেশপ্রিয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুজন বিশ্বাস, অধ্যাপক রূপন কুমার নাথ, শিক্ষক সমীরণ কুমার দত্ত, মো. নুরুল হোসেন, শিউলী দে, ইউপি সদস্য ছেনোয়ারা বেগম, নরেশ গাঙ্গুলী, সাংবাদিক মুহাম্মদ এরশাদ, সাংবাদিক শাহনুর দস্তগীর, সাংবাদিক এস এম ফারুক, সাংবাদিক মইনুদ্দীন, সাংবাদিক এস এম জাকির, মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান, পণ্ডিত কাঞ্চন চক্রবর্তী ও উত্তম বড়ুয়া।

প্রতিযোগিতা পরিচালনা করেন শিক্ষক মিন্টু দেব, শিক্ষক অপু কুমার দেব, টিটন দে ও পম্পি দাশ।বরমায় বৈশাখী মেলা সম্পন্ন


Related posts

চন্দনাইশ দোহাজারী পৌরসভার সড়কের কাজে অনিয়মের অভিযোগ

Shahidul Islam

চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Chatgarsangbad.net

সাতকানিয়ায় ৩নং নলুয়া ইউনিয়নে নৌকার মাঝি মানবিক লেয়াকত আলী

Chatgarsangbad.net

Leave a Comment