আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১


প্রভাস চক্রবত্তী, বোয়ালখালী:

বোয়ালখালী ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৮ টায় আরকান সড়ক এরিনা কম্পোজিটের সামনে বাসের সাথে সিএনজি টেক্সী মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৫, আহত ১ হয়েছে। নিহতরা হলেন, বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০)। নিহত অপর দুইজনের নাম জানা যায়নি। তবে এর মধ্যে একজন মহিলা রয়েছে।

প্রত্যেক্ষ দর্শিরা জানান, নেত্রকোনা থেকে বোয়ালখালীর আকুবদন্ডী হাওলাপুরি ওরশে বৃহস্পতিবার (১২ এপ্রিল) আসা একটি বাস, সকালে বেলা হাওলাপুরি দরবার শরীফ থেকে নেত্রকোনা উদ্দেশ্যে রওনা হয়ে আরকান সড়ক এরিনা কম্পোজিটের সামনে পৌঁছলে সিএনজি টেক্সী সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে, ঘটনাস্থলে ৫জন যাত্রী নিহত হন। পটিয়া পূর্ব মনসা৷ এলাকার মোহাম্মদ জলিল নমের ১জন আহত হয়েছে।

বাসের ড্রাইভার জাগের হোসেনকে আটক করে পুলিশ হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনার খবর পেয়ে পুলিশের পাশাপাশি উদ্ধার কাজে বোয়ালখালীর ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে আসে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, ‘ঘাতক বাসের চালককে আটক করতে সক্ষম হয়েছি। লাস মর্গে পাঠিয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।এ ঘটনায় ৫ জন নিহত হয়েছে। অটোরিকশাতে চালকসহ ৬ জন যাত্রী ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর