আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাকলিয়া থানার ওসিকে আদালতে তলব


 

আদালত অবমাননার দায়ে বাকলিয়ার ওসিকে তলব আব্দুর রহিম চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমকে দায়িত্বে অবহেলার দায়ে স্বশরীরে তলব করেছেন আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেন।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী সহকারী মো. রেজাউল করিম।
তিনি বলেন, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বন্ধকী সম্পত্তিতে রিসিভার নিয়োগ করা হয়।
গত দুইটি ধার্য তারিখে বন্ধকী সম্পত্তির প্রতিবেদন আদালতে জমা দেননি। তাই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৯ মার্চ স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা নথি থেকে জানা যায়, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড চাক্তাই শাখা ২০২০ সালের ২২ সেপ্টেম্বর ৫৬ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৩৮৭ টাকা খেলাপী ঋণ আদায়ের দাবিতে মামলা করে। ঋণের বিপরীতে বন্ধকী সম্পত্তিতে বিপুল পরিমাণ ভাড়ার টাকা আয় হিসেবে বিবাদী মেসার্স এম এস আকতার এন্ড কোম্পানির মালিক হাজী নুরুল আকতার সওদাগর গ্রহণ করলেও ব্যাংককে পরিশোধ করছে না।

তাই ঋণ আদায়ের লক্ষ্যে ২০২২ সালে ১৭ মে আদালত বন্ধকী সম্পত্তি থেকে মাসিক ভাড়া গ্রহণ করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়ে বাকলিয়া থানার ওসিকে রিসিভার নিয়োগ করে। কাজের বিপরীতের ওসি প্রতি মাসে ২০ হাজার টাকা সম্মানীও পাবেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর