Hom Sliderচট্টগ্রাম

বাঁশখালী ভূমি অফিসে আটক ৩ দালাল


বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালী ভূমি অফিস থেকে ৩ দালালকে আটক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান। রোববার (৫ ফেব্রুয়ারি) উপজেলা ভূমি অফিসে দালালি করতে আসা ৩ জনকে আটক করেন তিনি।

আটককৃতরা হলেন- বাঁশখালীর পূর্ব বড়ঘোনার হাজী আবু তাহেরের পুত্র মো. কমরুল আলম বাদশা (৫২), মনকিরচরের আবু ছিদ্দিকের পুত্র বাহাদুর (৩৬), বৈলছড়ির মৃত শফিউল কাদেরের পুত্র আমিনুল ইসলাম (৬৮)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান জানান, আটক দালালদের প্রত্যেককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

 


Related posts

ক্যাপ্টেন আবদুল করিম বীর বিক্রমের ইন্তেকাল

Chatgarsangbad.net

নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

রাষ্ট্র সংস্কারের সংলাপে না ডাকায় আমরা বিব্রত: জি এম কাদের

Chatgarsangbad.net

Leave a Comment