চন্দনাইশ হাশিমপুরে মিলাদ মাহফিলে শায়েখ মাও. হাসান আল- আজহারী


বিশেষ প্রতিনিধিঃ

মিশরের আল-আজহার বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি শায়েখ মাও. সৈয়দ মুহাম্মদ হাসান আল- আজহারী বলেছেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে ইহকালে ও পরকালে মুক্তি মিলে। যারা কােরআন সুন্নাহ’র আলােকে জীবন ধারন করেন তাদের কােনরকম অভাব ও বিপদের সম্মুখীন হতে হয় না। নবী করিম (দ:) মেরাজুন্নবীর মাধ্যমে উম্মতদের জন্য যে নিয়ামত এনেছেন তা পূর্বের নবীদের উম্মতরা পায়নি। প্রতিটি মুসলমানের জীবনে নবীর আদর্শকে ধারন করে জীবন অতিবাহিত করা কর্তব্য। যারা কর্তব্য বিচুত হয়েছেন, তাদের প্রতি অনুরোধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে মহানবীর জীবনালোকে চলার আহবান জানান।

গত ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে গাউসিয়া কমিটি বাংলাদেশ মধ্যম হাশিমপুর ৩নং ওয়ার্ড শাখা ও খুনিয়া পাড়া হিলফুল ফুযুল সুন্নী সংগঠনের যৌথ উদ্যােগে মেরাজুন্নবী (দ:) উপলক্ষে মিলাদ মাহফিল স্থানীয় আফজল সিকদার জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মেহমান ছিলেন মিশরের আল-আজহার বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি শায়েখ মাও. সৈয়দ মুহাম্মদ হাসান আল-আজহারী। ইউপি সদস্য গােলাম নবী চৌধুরী’র সভাপতিত্ব মাহফিলে উদ্বোধক ছিলেন অত্র মসজিদের খতিব হাফেজ মাও. সাইফুল ইসলাম আল- কাদেরী, তকরির করেন মাও. আবুল কাশেম আনসারী, মাও. মােস্তাফিজুর রহমান আল- কাদেরী। প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান এড. খােরশেদ বিন ইসহাক। উপস্থিত ছিলেন, শামসুল আলম চৌধুরী, মুজাম্মেল হক তালুকদার, সাহেব মিয়া সও. মাস্টার সেলিম উদ্দিন, ব্যাংকার রফিকুল ইসলাম, সাংবাদিক মাে. আরফাত হোসেন, মাে. ফারুক, শহিদুল ইসলাম, ইয়াছিন আরফাত প্রমুখ।


Related posts

শুভ বৌদ্ধ পূর্ণিমা আজ

Chatgarsangbad.net

হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের (রহ.) জীবনী

Chatgarsangbad.net

সীরতুন্নবী (স:) মাহফিল কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময়

Sohel Taj

Leave a Comment