বাঁশখালীর সড়কে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে প্রাণ যুবকের মৃত্যু


বাঁশখালীতে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আজগর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কের গুনাগরি এ.গণি প্লাজার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আজগর হোসেন উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ার শিব্বির আহমদের ছেলে।

নিহতের ভাইপো আশিকুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজি অটোরিকশা যোগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে গুনাগরি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির এস আই মোস্তফা কামাল বলেন, নিহতের মরদেহ চমেক হাসপাতালে আছে। তবে সিএনজি অটোরিকশাটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Related posts

সাতকানিয়া খুন করার ঘটনায় গ্রেপ্তার ২

Chatgarsangbad.net

চন্দনাইশে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাইকেল র‍্যালি

Chatgarsangbad.net

বিজয় দিবস উপলক্ষে সারা আনোয়ারা ম্যারাথন

Chatgarsangbad.net

Leave a Comment