আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন


মোঃ শহীদুল ইসলামঃ দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরী। তিনি বলেন, “নারীরা পড়ালেখা করে জনসম্পদে পরিণত হবে। সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে। এজন্য প্রতিদিন ক্লাসে উপস্থিত হবার জন্য তিনি ছাত্রীদের আহবান জানান।

অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ রকিবুল হক দিপু, মোহাম্মদ কামাল উদ্দীন ও মোহাম্মদ ইসমাইল। এছাড়া শিক্ষকদের মধ্যে অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক ছমি উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং একাডেমিক ডায়েরি প্রদান করা হয়। প্রধান অতিথি বক্তব্যে আবছার চৌধুরী আরো বলেন সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ আজ ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন, ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর