আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ার আইনজীবী ও সাংবাদিক সমাজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রতিনিধি দৈনিক সকালের সময় ও চট্টগ্রাাম সংবাদের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আক্কাস উদ্দীন, জেলা পরিষদ সদস্য আব্দুল আলীমসহ তিনজনের নামে আইসিটি অ্যাক্টে মামলা করে আদালত অবমাননাকর বক্তব্য রাখায় সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীনের বিরুদ্ধে মানববন্ধন করেছে সাতকানিয়া আইনজীবী সমিতি ও সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকরা। গত ২৬ জানুয়ারি সকালে মানববন্ধন থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি  করে বক্তাগণ বলেন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মামলা প্রত্যাহারের দাবী জানান। সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মেছবাহ উদ্দীন চৌধুরী কচির বলেছেন, সোনাকানিয়ার একটি ঘটনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় সাংবাদিক সৈয়দ আককাস উদ্দীনসহ ৩জনের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা, পরবর্তীতে একটি অনলাইনে সোনাকানিয়ার চেয়াম্যান জসিম উদ্দীন সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালত সম্পর্কে বিদ্রুপ মন্তব্য করায় সাতকানিয়া আইনজীবী সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে মামলা ও বক্তব্য প্রত্যাহার না করলে সাতকানিয়া আইনজীবী  ও সাংবাদিক সমাজ তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আক্কাস উদ্দীন। সাংবাদিক যথাক্রমে সুকান্ত বিকাশ ধর, মো. দিদার, বিজয় টিভির মো. নাছির, সি প্লাসের দেশপ্রিয় বড়ুয়া, এশিয়ান টিভির মো. সাইফুল, বিজয় টিভির মোক্তার আহমদ, মো. রমজান, মো. জাহেদুল ইসলাম, মো. রিদুয়ান, শহীদুল ইসলাম, সৈকত দাশ ইমন, নুরুল আমিন, মিজানুর রহমান রুবেল, মো. হোসেন, মো. মামুন, মো. তারেক, ইকবাল মুন্না, মো. আব্দুল বায়েছ, মো. মাসুদ, নুরুল আজম সিকদার, মো. সাইফুল ইসলাম, মো. মামুন, আব্দুল আজিজ, ভোক্তা অধিকারের নারী নেত্রী এরিন, মো. মিনহাজ বাঙ্গালী, মো. রফিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর