আজ ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: বোয়ালখালীতে শহিদ বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের প্রসঙ্গে আলোচনা সভা

বোয়ালখালীতে শহিদ বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের ৬৮তম জন্মবার্ষিকী উদযাপন


অনলাইন ডেস্কঃ বোয়ালখালীতে শহিদ বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের ৬৮ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সম্প্রতি খেলাঘর বোয়ালখালী উপজেলার কার্যালয়ে সংগঠনের সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে এ বিষয়ে আলোচনা সভাও অনুস্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক .কাজল নন্দী সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সংষ্কৃতিক সংগঠক মোহাম্মদ আলী, শৈবাল আদিত্য, শ্যামল বিশ্বাস, মোজাম্মেল হক এরশাদ, ডা. ননী সরকার,নন্দ দুলাল চৌধুরী, কামরল হাসান তুহিন ও মো. পারভেজ, কাজল শীল, সুকান্ত শীল, শাহা আলম বাবলু, জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন খেলাঘরের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা শহিদ বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের জন্য রাষ্ট্রীয় সম্মাননা দাবি করেন।

আরও পড়ুন স্মরণ: শহিদ কিশোর বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান ১৯৭১ সালের ৪ আগস্ট পাকবাহিনীর হাতে শহিদ হন। (তথ্য সূত্র দৈনিক পাকিস্তান, পূর্বদেশ, ইওেফাক ১৯৭১)। এই কিশোর বীর মুক্তিযোদ্ধা ১৯৫৬ সালের মে মাসের ২০ তারিখে জন্মেছিলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামে মরহুম সৈয়দ জামাল উদ্দীন ও মরহুমা সৈয়দা মছুদা খাতুনের সন্তান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর