রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৬, আহত ২০


রাশিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এতথ্য জানানো হয়।

রাশিয়ান সংবাদমাধ্যমের বরাত বিবিসি জানায়, ঘটনাটি ঘটেছে ইজেভস্ক শহরে ৮৮ নম্বর স্কুলে। নিহতদের মধ্যে ওই স্কুলের শিক্ষার্থী এবং একজন নিরাপত্তা প্রহরী রয়েছে। স্কুলটিকে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং প্রায় ৮০ জন শিক্ষক রয়েছেন।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর পর পরই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারী স্কুলের ভিতরে গুলি চালাচ্ছেন। শিশুরা ভয়ে ডেস্কের নিচে কুঁকড়ে আছে।

তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে রাজ্যের একজন সংসদ সদস্য জানিয়েছেন, হামলাকারীর কাছে দুটি পিস্তল ছিল।


Related posts

গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়: মির্জা ফখরুল

Chatgarsangbad.net

৮০ টুকরো করা হয় এমপি আনোয়ারুল আজীমের দেহ

Chatgarsangbad.net

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

Chatgarsangbad.net

Leave a Comment