Hom Sliderআন্তর্জাতিক

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৬, আহত ২০


রাশিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এতথ্য জানানো হয়।

রাশিয়ান সংবাদমাধ্যমের বরাত বিবিসি জানায়, ঘটনাটি ঘটেছে ইজেভস্ক শহরে ৮৮ নম্বর স্কুলে। নিহতদের মধ্যে ওই স্কুলের শিক্ষার্থী এবং একজন নিরাপত্তা প্রহরী রয়েছে। স্কুলটিকে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং প্রায় ৮০ জন শিক্ষক রয়েছেন।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর পর পরই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারী স্কুলের ভিতরে গুলি চালাচ্ছেন। শিশুরা ভয়ে ডেস্কের নিচে কুঁকড়ে আছে।

তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে রাজ্যের একজন সংসদ সদস্য জানিয়েছেন, হামলাকারীর কাছে দুটি পিস্তল ছিল।


Related posts

নির্বাচিত হলে কর্মসংস্থানের দুয়ার খুলে দিব: মোতালেব

Chatgarsangbad.net

হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনার ভাতা নিয়ে নয়ছয়

Chatgarsangbad.net

২৩৭ আসনে বিএনপির প্রার্থী কারা, দেখে নিন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment