Hom Sliderচট্টগ্রামবাংলাদেশশিল্প ও সাহিত্য

চট্টগ্রামের শিল্পকলায় অক্টোবরে ৬ দিনব্যাপী ‘শিশুসাহিত্য উৎসব’


অনলাইন ডেস্কঃ বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন দেশের ৫ কৃতী লেখক। তারা হলেন- অজয় দাশগুপ্ত, ফারুক হোসেন, আহসান মালেক, কেশব জিপসী ও রমজান মাহমুদ।

একাডেমির জুরি বোর্ডের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব ২০২৩’র মঞ্চে তাদের হাতে এ পদক তুলে দেওয়া হবে।

দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার ও নগদ সম্মানী।
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ জানান, শেখ রাসেল বইমেলা এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হলেও ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারে ১৩-১৮ অক্টোবর ৬ দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

উৎসবে দেশের প্রায় সাড়ে তিনশ’ লেখক অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলানিউজ২৪


Related posts

জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু

Saddam Hossain

চন্দনাইশে দাওয়াতে খায়র ইজতিমায় লাখো মুসল্লির ঢল

Chatgarsangbad.net

ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করুন : ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment