Hom Sliderবাংলাদেশ

প্রশংসনীয় কাজের স্বীকৃতি আইজিপি ব্যাজ পেলেন ৪৫৮ জন


ভালো ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পরানো হলো পুলিশের ৪৫৮ কর্মকর্তা ও সদস্যকে। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পুলিশ সপ্তাহ-২০২৩-এর তৃতীয় দিন দুপুর ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে তাদের ব্যাজ পরিয়ে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫৮ জনকে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পদক পরানো হয়।

জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেওয়া হয়। এবারও মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে কর্মক্ষেত্রে দক্ষতা, সঠিকভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন ভালো কাজে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী এবার ৪৫৮ জনকে আইজিপি ব্যাজে মনোনীত করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচিত করা হয়।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Related posts

চমেক হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

Chatgarsangbad.net

মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত গ্রেফতার

Chatgarsangbad.net

প্রথম টি২০তে ভারতের কাছে হারলো বাংলাদেশ

Chatgarsangbad.net

Leave a Comment