Uncategorizedচট্টগ্রাম

ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ৪ জনের কারাদণ্ড


সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটার অপরাধে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। কারাদণ্ড প্রাপ্তরা হলেন— মো. মিনহাজ উদ্দিন (১৯), মো. কফিল উদ্দিন (২২), মো. হানিফ (২২) ও মো. নাজিম উদ্দিন (৩৫)। উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় থেকে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নিচ্ছিলো একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে হাতেনাতে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কারাগারে পাঠানোর জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


Related posts

বঙ্গবন্ধু সব ধর্মের মানুষের জন্য শান্তির দেশ গড়তে চেয়েছিলেন : শামীম

Chatgarsangbad.net

হাটহাজারীতে চাঞ্চল্যকর ইকবাল হত্যার মুল হোতা মানিক বড়ুয়া গ্রেপ্তার

Chatgarsangbad.net

চন্দনাইশে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্না‌মেন্ট সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment