সাতকানিয়ায় হত্যা মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার


সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম RAB এর সহায়তায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানর আমিনপাড়া মহুরীপট্টি এলাকায় হইতে সাতকানিয়া থানার ছদাহার ইউছুফ হত্যা মামলার পলাতক আসামী মোঃ লোকমান (২৩) কে আজ ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ১নং বদলাপাড়া নুর মোহাম্মদ এর ছেলে।

অন্যদিকে ভিন্ন অভিযানে আজ বিকেলো সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে
আটশত পিস ইয়াবাসহ কক্সবাজার সদরের দক্ষিণ ডিককুল নুরুল হকের বাড়ীর মাদক ব্যবসায়ী মোঃ শাহাব উদ্দিন (৩২) গ্রেফতার করে থানা পুলিশ।

আলাদা অভিযানে এসআই মোঃ দুলাল হোসেন ও এএসআই মোঃ আল-আমিন সঙ্গীয় ফোর্স পরোয়ানা ভুক্ত আসামী মোঃ হারুন শাহাজাহানকে গ্রেফতার করে। সে খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া ৪নং ওয়ার্ড ভোজার বাড়ি আহমদ শফির ছেলে।

আরেক অভিযানে পরোয়ানা ভুক্ত আসামী মোঃ ফয়সালকে গ্রেফতার করে এএসআই মোঃ আল-আমিন সঙ্গীয় ফোর্স। সে সাতকানিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড উত্তর চরপাড়া, আনু পুকুরের দোকান এলকার মৃত নুরুল কবিরের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত সকল আসামিদের চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।


Related posts

মার্কস অল রাউন্ডার চট্টগ্রাম জোনের আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত শ্রীকর্না ধর

Mohammad Mustafa Kamal Nejami

হাইকোর্ট বিভাগের আইনজীবী হলেন টেকনাফের ফারজানা

Mohammad Mustafa Kamal Nejami

কেশুয়ায় মানবকল্যাণ পরিষদের চক্ষু শিবির সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment