আইআইইউসির আইএফএল এর ২য় ব্যাচের অরিয়েন্টেশন অনুষ্ঠিত


অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইন্সটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস (আইএফএল) এর ২য় ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আইআইইউসির সেমিনার হলে উক্ত অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আইআইইউসির প্রক্টর ও ইন্সটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস (আইএফএল) এর পরিচালক মো. ইফতেখার উদ্দীনের সভাপতিত্বে অরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন আইএফএলের উপ-পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন, আবু ফয়সাল মোহাম্মদ শামীম হায়দার, সাইন্স অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোঃ শায়খুল আজম আবরার প্রমূখ।

আইআইইউসির ইন্সটিটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস এ ইংরেজি, আরবী ও তুর্কী এই তিন ভাষার কোর্স চালু আছে। তিন মাস ভিত্তিক এ সকল কোর্সে স্বল্প খরচে বিদেশি ভাষা শিক্ষা প্রদান করা হয়। আইএফলএলের ২য় ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তারা বিভিন্ন ভাষা শিক্ষার কারিকুলাম, গুরুত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় দিক তুলে ধরেন। এছাড়া ভবিষ্যতে ফার্সি, চায়নিজ ও অন্যান্য ভাষায় কোর্স চালু করার আশা ব্যক্ত করেন।


Related posts

“ঘুষ না দিলে মামলা!” — কাগজ ঠিক থাকলেও চালককে ১৩ হাজার টাকার ‘শাস্তি’

Shahidul Islam

চন্দনাইশের শ্রীশ্রী গোকুলেশ্বরী কালী বাড়ি ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ

Mohammad Mustafa Kamal Nejami

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment