চবি’র ২০২৩-‘২৪ অর্থবছরের বাজেট অনুমোদন


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ অর্থবছরে বাজেট অনুমোদিত হয়েছে। এ অর্থ বছরের বাজেট ৪০৫ কোটি ৩৫ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের ৩৫তম বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট পাশ হয়। বরাবরের মতো এবারের বাজেটেও সর্বোচ্চ বরাদ্দ বেতন ভাতা খাতে।

রবিবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সম্মেলন কক্ষে শুরু হয় সিনেট অধিবেশন। বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সিনেট সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিনেট সদস্য সচিব কে এম নূর আহমদ। অনুমোদিত বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দের পরিমাণ ২৫১ কোটি ২৫ লাখ টাকা, যা মোট বাজেটের ৬১ দশমিক ৯৮ শতাংশ। এছাড়া পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ। সর্বমোট ৩১৩ কোটি ৬১ লাখ টাকা যাবে বেতন ভাতা ও পেনশন খাতে। যা মোট বাজেটের ৭৭ দশমিক ৩৭ শতাংশ।

এবারের বাজেটে বরাদ্দের পরিমাণ বেড়েছে গবেষণায়। এ খাতে বরাদ্দ ৮ কোটি ৫৫ লাখ টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ১০ শতাংশ। তবে গত বছরের তুলনায় গবেষণায় এবার ২ কোটি টাকা বেশি। ২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ধরা হয়েছে ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা। ঘাটতি বাজেট রয়েছে ৬ কোটি ৯২ লাখ টাকা। একইসঙ্গে গত অর্থবছরের সংশোধিত বাজেট ৩৯৬ কোটি ৫ লাখ টাকা সিনেট সভায় অনুমোদন করা হয়।

তথ্যসূত্র: সিভয়েস২৪


Related posts

‘আমি ঢাকা থেকে আসি, তোরে মেরে হাড্ডিগুড্ডি ভেঙে দিব’

Chatgarsangbad.net

ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সদস্য হলেন আবদুল জব্বার চৌধুরী

Chatgarsangbad.net

দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

Chatgarsangbad.net

Leave a Comment