আজ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সদস্য হলেন আবদুল জব্বার চৌধুরী


চন্দনাইশ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সদস্য নির্বাচিত হয়েছেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। শনিবার (২১ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ–কমিটির চেয়ারম্যান একেএম রহমান উল্লাহ এমপি এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সদস্য নির্বাচিত করায় ডিজিটাল বাংলাদেশের রুপকার দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে ধারন করে মানবতার কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এদিকে কেন্দ্রীয় উপ-কমিটির ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাগিছাহাট চত্বরে তরুন সমাজ সেবক বদিউল আলমের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন হাশিমপুর ইউপি সদস্য মোহাম্মদ আলী, আহমদ শফি, রহমতুল্লাহ মেম্বার, ছাত্রলীগ নেতা ইমরান, রবিউল, নাজিম, সহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর