সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ২ জনের ১০ দিনের কারাদণ্ড


ইকবাল হোসেন, সাতকানিয়াঃ উপজেলায় কৃষি জমির মাটি কাটার অপরাধে দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার মধ্যরাতে সাতকানিয়ার সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

এ সময় কৃষি জমির মাটি কাটার সময় ২ জনকে হাতেনাতে আটক করে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ লঙ্ঘন করায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন মো. নাইম উদ্দিন (২০) ও মোহাম্মদ ফয়েজ (২০)। তারা দুজনেই লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ‘জনস্বার্থে বালু ও মাটি দস্যুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে সহযোগিতা করেছেন পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।


Related posts

আদালত প্রাঙ্গণে আইনজীবীর হামলায় আহত সাংবাদিক

Chatgarsangbad.net

সীতাকুণ্ডে মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ল ৩ দোকান

Mohammad Mustafa Kamal Nejami

রেস্তোরাঁ মালিকদের হয়রানি না করে টাস্কফোর্স গঠনের দাবি

Chatgarsangbad.net

Leave a Comment