রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২


অনলাইন ডেস্কঃ রাঙ্গামাটির লংগদু উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ মে) সকাল নয়টার দিকে উপজেলার লংগদু ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের হারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ইউপিডিএফের কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক চাকমা (৫০) ও পাশের দুদুকছড়া গ্রামের ধন্যমনি চাকমা ওরফে নভেল চাকমা (৩২)। বিদ্যাধনের বাড়ি বরকল উপজেলার সুবলং ইউনিয়নের হাজাছড়া গ্রামে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা স্থানীয় ধন্যমনি চাকমাকে নিয়ে হারিকাটা গ্রামের সুচেন চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। আগে থেকে ওত পেতে থাকা ছয় থেকে সাতজন সশস্ত্র দুর্বৃত্ত সুচেনের বাড়িটি ঘিরে ফেলে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হলে বিদ্যাধন ও ধন্যমনি মারা যান। দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে তাদের লাশ পড়ে ছিল।

আরও পড়ুন আবারো উত্তাল পার্বত্য চট্টগ্রাম, বুধবার অবরোধ

লংগদু ইউনিয়ন পরিষদের সদস্য প্রসীত চাকমা বলেন, গুলিতে দুজন মারা গেছেন। একজন ইউপিডিএফের কর্মী, অন্যজন দুদুকছড়া গ্রামের। দুজনের মরদেহ এখনো ঘটনাস্থলে পড়ে আছে। এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানান।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, হারিকাটা গ্রামে গুলিতে দুজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

তথ্যসূত্র: প্রথম আলো


Related posts

৪৩ পদে নিয়োগ দিচ্ছে এনবিআর

Chatgarsangbad.net

সর্বজনীন পেনশনে কেএসআরএম এর অনন্য উদ্যোগ

Chatgarsangbad.net

চবিতে সাংবাদিক লাঞ্ছিত, মারধরের পর হুমকি

Chatgarsangbad.net

Leave a Comment