অনলাইন ডেস্কঃ তেঁতুলিয়া উপজেলায় তীরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ মে) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলা রনচন্ডি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪৪৬/১৪-এর নিকট খয়খাটপাড়া দরগাসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতের ১৭৬ ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের গুলিতে তারা নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান।
বিজিবি ও পুলিশ সূত্র জানিয়েছে, নিহত ইয়াসিন আলী (২৩) তেঁতুলিয়া উপজেলার ব্রহ্মতোল গ্রামের কেতাব আলির ছেলে এবং আব্দুল জলিল (২৪) একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে।
আরও পড়ুন ‘সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ-ভারতের যৌথ ঘোষণা’
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার রনচন্ডি এলাকার দরগাসিং সীমান্তে ওই যুবকদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেন। অপরদিকে, বিএসএফ ওই যুবকদের মরদেহ ভারতে নিয়ে যায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ‘নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে মরদেহ ভারতে নিয়ে যায়।’
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ভারতের অভ্যন্তরে দুজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন, এমন খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।’
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন