আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লামায় ওসির বিশেষ অভিযানে আটক ১৩


ইসমাইল হোসেন

বান্দরবান জেলার লামা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাজা ও পরোয়ানা ভুক্ত ১২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ জুলাই) পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলার নির্দেশে নবাগত অফিসার ইনচার্জ লামা থানার নেতৃত্বে লামা থানা ও থানাধীন ফাঁড়ি/ক্যাম্পে কর্মরত এসআই ও এএসআই সঙ্গীয় ফোর্সসহ লামা থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-৫৯/১৯ সাজা পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তার করেন। আসামীরা হলেন আকরাম হোসেন, মোঃ রবিউল, হৃদয়, মোঃ সোহেল, নুরুল কাদের, জাবের, আবুল কালাম, আব্দুল মান্নান, মান্নান, আবুল কালাম, আকরাম শওকত হোছাইন, নুরুল আলম।

এ বিষয়ে লামা থানার নবাগত অফিসার ইনচার্জ শামীম শেখ বলেন, বান্দরবান জেলার মাননীয় পুলিশ সুপারের নির্দেশে এ বিশেষ অভিযান চালানো হয় এবং অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি (১০),মাদকদ্রব্য নিয়ে (২) ও সাজাপ্রাপ্ত আসামি (১) গ্রেপ্তার করা হয়। আসামীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নবাগত ওসি শামীম শেখ জানান তাদের এ আটক এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এছাড়া তিনি লামা উপজেলার জনসাধারণকে অপরাধ দূরীকরণে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর