হজ করলেন ৩০ দেশের ১শ নওমুসলিম


পবিত্র ওমরাহ পালন করেছেন বিশ্বের ৩০ দেশের ১শ জন নওমুসলিম। খবর ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সির। সম্প্রতি মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগের পক্ষ থেকে মক্কা ও মদিনায় তাদের অভ্যর্থনা জানানো হয়। এসময় মসজিদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাদের জন্য ইসলামের ঐতিহাসিক স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয়।

জানা গেছে, প্রতিবছর বিভিন্ন দেশের নওমুসলিমদের ওমরাহ পালনের ব্যবস্থা করে সৌদিভিত্তিক সমাজসেবা প্রতিষ্ঠান ‘আবদুল কাদির আল-মুহাইদাব’। তাদের ‘ওয়ার্ল্ডস ওমরাহ’ প্রোগ্রামের আওতায় মক্কা ও মদিনা জিয়ারতের ব্যবস্থা করা হয়। এর অংশ হিসেবে এই বছর ৩০টি দেশ থেকে ১শ জন নওমুসলিম মক্কা ও মদিনা ভ্রমণ করেন। প্রথমে তাদের মদিনায় স্বাগত জানানো হয়। সেখানে তারা পবিত্র রওজা জিয়ারত, মসজিদে নববীর একজন ইমামের সঙ্গে সাক্ষাৎ ও মসজিদের লাইব্রেরি পরিদর্শন করেন।

মক্কায় মসজিদুল হারামে তাদের জন্য দাওয়াহ বিভাগের পক্ষ থেকে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শায়খ মুহাম্মদ আবদুল রহমানের তত্ত্বাবধানে তাদেরকে ইসলামের মৌলিক শিক্ষা ও ওমরাহ পালন জানানো হয়।


Related posts

রিহ্যাব নির্বাচনে পরিচালক পদে বিজয়ী মোরশেদ, দেলোয়ার ও কৈয়ুম

Chatgarsangbad.net

বাঁশখালীর সাংবাদিককে পেটালেন বিএনপি নেতাকর্মীরা

Mohammad Mustafa Kamal Nejami

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৬৫ টাকা

Chatgarsangbad.net

Leave a Comment