সৌদি আরবে আরো ১ বাংলাদেশি হজগামীর মৃত্যু


অনলাইন ডেস্কঃ সৌদি আরবে আরো একজন বাংলাদেশি হজগামী ইন্তেকাল করেছেন। রবিবার (১৯ মে) রাত ২টায় হজ পোর্টালের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ পোর্টালের তথ্যানুসারে, মো. মোস্তফা নামের ৮৯ বছর বয়সি ওই হজযাত্রী শনিবার মক্কায় মৃত্যুবরণ করেন। এরই মধ্য দিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এ পর্যন্ত দু’জনের মৃত্যু হলো। গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মসজিদে নববীতে ইন্তেকাল করেছিলেন।

আরও পড়ুন মসজিদে নববীতে ১ বাংলাদেশির মৃত্যু

এদিকে চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ থেকে ২৮ হাজার ৭৬০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৫ হাজার ১৩ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৭২টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।


Related posts

পটিয়ায় বাসের ধাক্কায় নিহত ১

Chatgarsangbad.net

মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Chatgarsangbad.net

কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে মাঠে ৪ প্রার্থী

Chatgarsangbad.net

Leave a Comment