হোয়ানক টাইম বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং 


সরওয়ার কামাল, মহেশখালীঃ ২৪ই অক্টোবর মহেশখালী উপজেলার হোয়ানক টাইম বাজারে মনিটরিং ও দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ মামলায় ৬ ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে।

২৪ই অক্টোবর বিকাল ৪টায় হোয়ানক ইউনিয়নের টাইমবাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, হোয়ানক ইউনিয়নের টাইম বাজারের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক ত্রিপুরা এর নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্য্য মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ৬ টি মামলার মাধ্যমে ৬ জন ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
একই সঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। এসময় সাথে ছিলেন- মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানিটারি ইন্সপেক্টর রূপন কান্তি পাল।

মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী মুহাম্মদ মাঈনুল হাসান। সহযোগিতায় ছিলেন- মহেশখালী থানার এস আই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।


Related posts

দোহাজারী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো. আলমগীরের সমর্থনে উঠান বৈঠক

Chatgarsangbad.net

উখিয়ায় দু’টি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ যুবক আটক

Chatgarsangbad.net

চন্দনাইশের বৈলতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা

Chatgarsangbad.net

Leave a Comment