হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে উখিয়ার খালেক ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার


শ.ম.গফুর:

টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৫ হাজার পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক হয়েছে।২৬ অক্টোবর(শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে হ্নীলা হতে কক্সবাজার গামী একটি সিএনজি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত সৈনিক দ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালকের স্বীকারোক্তিতে তার সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় আটককৃত আসামীর নিকট হতে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে বর্ণিত সিএনজিটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও সিএনজি’র জব্দ মূল্য ১৯ লাখ টাকা। ধৃত আসামী আবদুল খালেক (৪৪)উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির সমিতির পাড়ার জব্বির আহমদের ছেলে।আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সুত্র নিশ্চিত করেছেন।


Related posts

সাতকানিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা

Chatgarsangbad.net

বন্দরে গভীর রাতে আ.লীগের ঝটিকা মিছিল, এসআইকে কুপিয়ে জখম

Mohammad Mustafa Kamal Nejami

নরসিংদী বেলাবো বারৈচা গ্রীন লাইফ স্পেশালাইজড হসপিটাল এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Md Maruf

Leave a Comment