Hom Sliderচট্টগ্রামধর্মমহানগর

হজ শেষে প্রথম ফ্লাইটে চট্টগ্রাম ফিরলেন ৪১৩ জন


নিউজ ডেস্ক: সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে চট্টগ্রামে প্রথম ফিরতি ফ্লাইটে ফিরেছেন ৪১৩ হাজি।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টা ৪৮ মিনেটে এসব হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম থেকে ৫১৮৮ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা করেছেন। সকালে ফিরতি ফ্লাইটে ৪১৩ হাজি দেশে ফিরেছেন।

এ সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর আগত হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সিএএবিন কর্মকর্তাবৃন্দসহ বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজারসহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


Related posts

সীমান্তে ফের হত্যাযজ্ঞ চালিয়েছে বিএসএফ, ২ বাংলাদেশি নিহত

Chatgarsangbad.net

চন্দনাইশে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতীত প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

Saddam Hossain

লোহাগাড়ার সকল ইউপি চেয়ারম্যান এবং নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন এরফানুল করিম চৌধুরী

Shahidul Islam

Leave a Comment