আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে মানসিক প্রতিবন্ধী রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা


চাটগাঁ নিউজ ডেস্ক: টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে নামাজ পড়ে ঘরে ফেরার পথে মানসিক প্রতিবন্ধী এক রোহিঙ্গা যুবককে গুলি করে খুন করেছে দুবৃর্ত্তরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সোমবার (১৬ জুন) জোহরের নামাজ শেষে দাদার বাড়ি ফেরার পথে টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গারা জানান, টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মৃত মো. হারেছের মানসিক প্রতিবন্ধী ছেলে আলমগীর (১৮) এর সাথে তুচ্ছ বিষয় নিয়ে কুখ্যাত ডাকাত ও অপহরণ চক্রের হোতা সালেহ গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ আমিন, নুর আলম, আবুল হোসেন, নুর হাসানদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ার সৃষ্টি হয়। এতে সালেহ গ্রুপের নুর হাসান ক্ষুদ্ধ হয়ে আলমগীরকে সামনাসামনি গুলি করে। এতে সে মাটিতে লুটে পড়ে । তাকে উদ্ধার করে স্বজনরা টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। কি কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং কারা এই খুনে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর