সামাজিক সংগঠন “শুদ্ধ বৃত্ত” এর কর্ণফুলী উপজেলা শাখার কমিটি ঘোষণা


কর্ণফুলী প্রতিনিধি:

সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “শুদ্ধ বৃত্ত” এর কর্ণফুলী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সামাজিক, স্বেচ্ছাসেবী, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন ‘শুদ্ধ বৃত্ত ’-এর অন্যতম অঙ্গীকার হচ্ছে অহংকার মুক্ত সমাজ গড়ার প্রত্যয়, মাদক ও সন্ত্রাসমুক্ত,বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।

কর্ণফুলী উপজেলার ‘শুদ্ধ বৃত্ত ’-এর কর্ণফুলী উপজেলা শাখার কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়েছে। সভায় সকলের সম্মতিক্রমে মোহাম্মদ ইকবাল কে সভাপতি, এবং এস.এম.রিদুয়ান কে সাধারণ সম্পাদক ও মামুনুর রশিদ কে সাংগঠনিক সম্পাদক করে ৪২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

“শুদ্ধ বৃত্ত” এর প্রতিষ্ঠাতা – ফৌজুল আহাদ চৌধুরী জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার জন্যে একার পক্ষে বড় কিছু করা কষ্টসাধ্য। কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছুই করা সম্ভব। সমাজের ভালো কাজে আমরা সব সময় সবার পাশে থেকে কাজ করে যাচ্ছি। অহংকার মুক্ত সমাজ গড়ার যে লক্ষ্য নিয়ে এখন আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ একদিন আমরা সফল হব।

সংগঠনের কমিটি গঠনকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, ইনশাআল্লাহ অহংকার মুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। সমাজের সবাই মিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়। সামাজিক সংগঠন ‘শুদ্ধ বৃত্ত ’-এর কর্ণফুলী উপজেলা শাখার সকল শুদ্ধ যোদ্ধাদের সহযোগিতা কামনা করেন।


Related posts

বরকল আবদুল হাই-আনোয়ারা স্কুল এণ্ড কলেজে বর্ণিল অনুষ্ঠান সম্পন্ন

Mohammad Mustafa Kamal Nejami

শিকলবাহায় ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষীক সম্মেলন

Chatgarsangbad.net

ঘুমধুমে উপজেলা প্রশাসনের যৌথ অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা:৫ হাজার ঘনফুট কাঠ জব্দ

Md Maruf

Leave a Comment