সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময়


অনলাইন ডেস্ক: ৭ম ধাপে সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে এওচিয়া ইউনিয়ন ছাড়া বাকি ১৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ইলিয়াছ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সুমনী আক্তার, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ জোহরা ও ৬জন রির্টানিং অফিসার।

জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে করার লক্ষ্যে সব চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


Related posts

চন্দনাইশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

Chatgarsangbad.net

আয়কর রিটার্ন: লক্ষ্যমাত্রার ১ তৃতীয়াংশ এখনও অধরা

Chatgarsangbad.net

বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চব্বিশ ঘন্টায় নরমাল ডেলিভারিতে ৬জন শিশুর জন্ম

Chatgarsangbad.net

Leave a Comment