সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ডিগ্রি (পাস) কোর্সের ওরিয়েন্টেশন সম্পন্ন


সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিএসএস (পাস) কোর্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ১১ জানুয়ারি, কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রভাষক মুহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার অন্যতম অংশীদার হিসেবে নারীদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। ভিডিয়ো কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওরিয়েন্টেশন ক্লাসে বক্তৃতা করেন অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মো: ছমি উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, অধ্যাপক রুহুল কাদের, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক আব্দুচ ছবুর, অধ্যাপক খাদিজাতুল কোবরা চৌধুরী, প্রভাষক ওসমান গণি, জান্নাতুন নাঈম পপি, ফাহমিনা আকতার, আরিফুর রহমান, নুরুল আমিন, মিজানুর রহমান, ছাত্রীদের মধ্যে হুমাইরা আকতার, রুমি চক্রবর্তী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।


Related posts

পটিয়ায় ইয়াবা ও ছোলাই মদসহ আটক ২

Chatgarsangbad.net

প্রতিমন্ত্রী হচ্ছেন নজরুল ইসলাম ও ওয়াসিকা

Chatgarsangbad.net

সাতকানিয়া মির্জাখীল ডিলারপাড়া সড়ক পরিদর্শন করেন সংসদ সদস্য এম এ মোতালেব

Chatgarsangbad.net

Leave a Comment