সাতকানিয়ায় ৪ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম সাতকানিয়ায় আওয়ামী লীগের মনোনীত ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন কেঁওচিয়ায় মো. ওচমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড়ে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শা ইউনিয়নে আবু নঈম মোহাম্মদ সেলিম। গতকাল শনিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসব ইউনিয়নে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল বলেন, তিন ইউনিয়নে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা হয়। যাচাই–বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। তাই এরা তিনজনই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া সাতকানিয়া সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রিদুয়ানুল কবির নির্বাচনী এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকায় যাচাই–বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ সেলিম উদ্দিন ব্যতীত অন্য কোনো প্রার্থী নেই।


Related posts

আইআইইউসিতে পাঁচদিন ব্যাপী টেক ফেস্ট ২৩ সেপ্টেম্বর শুরু

Chatgarsangbad.net

আজ গণপ্রকৌশল দিবস

Chatgarsangbad.net

কক্সবাজার সৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করে উল্লাস করা অভিযুক্ত ফারুকুল আটক

Md Maruf

Leave a Comment