আব্দুল্লাহ্ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নে আইডিএফ’র উদ্যোগ তারুণ্যের উৎসব- ২০২৫ গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে,পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২২ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়ের এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।মাস্টার আয়ুব’র সভাপতিত্বে,আইডিএফ’র এর সাতকানিয়া উপজেলা পরিচালক-মোসলে উদ্দিন’র সঞ্চালনায়,প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেফায়েত উল্লাহ চক্ষু, সহকারি পরিচালক মোঃ শাফায়েত ,বিএনপি নেতা আব্দুর রহিম,মিজানুর রহমান ,মোমেন, দিদারুল ইসলাম বাপ্পি, নুরুল ইসলাম,সহ এলাকার উপবিষ্ট ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে সেফায়েত উল্লাহ চক্ষু আইডিএফর এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,এলাকাবাসীর প্রতি অনুরোধ,ড্রেনে থাকা ময়লা গাছের টব, ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন/অপসারণ করুন,এবং বাড়ী-ঘর পরিষ্কার রাখুন।অব্যবহৃত গাড়ীর টায়ার, নির্মাণকাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা, কাচ/প্লাষ্টিকের বোতল/ক্যান, হাঁড়ি, ডাবের খোসা বালতি,ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তা থেকে ডেঙ্গুর সম্ভাবনা থাকে। ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন এবং অপসারণ করুন।
Leave a Reply